গত ১৯ ডিসেম্বর’২০১৯ রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়্র আয়োজিত অভিবাসী মেলায় সাইক ওভারসিজের স্টলে (স্টল নং-৩৭) মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মো. ফজলুল করিম, সহকারী সচিব শাহানারা বেগম, বিএমইটি’র জরিপ কর্মকর্তা মো. নাসির উদ্দীন ও ইউএইপ্রবাসী বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মোহাম্মদ আখতার হোসাইনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
স্টল পরিদর্শনের সময় তারা সাইক ওভারসিজের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হোন। মেলার মাধ্যমে বিদেশ গমনেচ্ছুকদের মাঝে সচেতনতা বাড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত আলেচনা সভায় অংশগ্রহণ শেষে কিছু সময় স্টলে উপস্থিত ছিলেন সাইক গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু হাসনাত মো. ইয়াহিয়া ও ব্যবস্থাপনা পরিচালক জনাবা সোহেলী ইয়াসমিন।
আলোচনা সভয় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ অভিবাসনে যেসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন তা পরিপালনে সাইক ওভারসিজ যেনো সর্বোচ্চ সচেষ্ট থাকে তারও নির্দেশনা দেন তারা।
উল্লেখ্য, সাইক ওভারসিজ নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াতে এরইমধ্যে রাজশাহী ও হবিগঞ্জে অভিবাসী চাকরি মেলার আয়োজন করে। যা সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয় এবং জেলা দুটিতে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট আয়োজিত মেলাতেও।
আগামীতে আরও কয়েকটি জেলায় অভিবাসী মেলা করবে সাইক ওভারসিজ।