সাইক ওভারসিজে জাপানের প্রতিনিধি দল

সম্প্রতি সাইক ওভারসিজ অফিস ওসাইক গ্রুপের ঢাকাস্থ স্বনামধন্য সাইক নার্সিং কলেজ পরিদর্শন করেন জাপানের একটি প্রতিনিধি দল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের ইউনিভার্সেল কো অপারেটিভের ভাইস প্রেসিডেন্ট মি. তাকাকি মরিতা। তাদের স্বাগত জানান সাইক গ্রুপ ও সাইক ওভারসিজের চেয়ারম্যান জনাব আবু হাসনাত মো. ইয়াহিয়া স্যার ও ব্যবস্থাপনা পরিচালক জনাবা সোহেলী ইয়াসমিন।