সাইক গ্রুপ ও সাইক ওভারসিজের চেয়ারম্যান আবু হাসনাত মোঃ ইয়াহিয়া স্যার এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেলী ইয়াছমিন ম্যাডাম সম্প্রতি চীনের বলিউমা গ্রুপসহ বেশ কয়েকটি ফ্যাক্টরি পরিদর্শন করেছেন।
চীনা কোম্পানিতে বাংলাদেশি জনশক্তির কাজ করার পরিবেশ, থাকা-খাওয়াসহ সার্বিক বিষয় দেখতেই তারা গত ২১ সেপ্টেম্বর দেশটিতে যান।
গত (২৭ সেপ্টেম্বর’২০১৯) তারা চীনের অন্যতম গ্রুপ বলিউমা’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠককরেন। তারা দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে তাদের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
এর আগে তারা বেইজিংয়ে বাংলাদেশ দুতাবাসে চীনে জনশক্তি পাঠানোর বিষয় নিয়ে আলোচনা করেন।
চেয়ারম্যান স্যার টেলিফোনে জানান, আলোচনা ফলপ্রসু হয়েছে। কর্মীবান্ধব কারখানা, থাকার জায়গা। আমার বিশ্বাস, বাংলাদেশি কর্মীরা এ দেশটিতে অনেক ভাল থাকবে।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি সাইক ওভারসিজের মাধ্যমে চীনে কর্মী পাঠানোর বিষয়ে কারখানা সরেজমিন পরিদর্শনসহ প্রতিবেদন দেওয়ার জন্য বাংলাদেশ দুতাবাসকে চিঠি পাঠায়।
এ মাসের শেষের দিকে তাদের দেশে ফেরার কথা রয়েছে।