বগুড়ায় ‘জব ফর গ্রাজুয়েট ইন চায়না ব্রিফিং’ অনুষ্ঠিত

সাইক গ্রুপ পরিচালিত সাইক ওভারসিজ আয়োজিত এবং সাইক পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়ার তত্ত্বাবধানে জব ফর গ্রাজুয়েট ইন চায়না ব্রিফিং শীর্ষক আয়োজন গত ৩১ শে অক্টোবর ২০১৯ খ্রিঃ হোটেল ক্যাসেল সোয়াদ, বগুড়ায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইক গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আবু হাসনাত মোঃ ইয়াহিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরনবী সিদ্দিক সুইন, পরিচালক, সাইক ওভারসিজ, মোঃ সেকেন্দার আলী, চেয়ারম্যান, রামেশ্বরপুর ইউনিয়ন, মোঃ শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া এবং জাহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী।
সাইক ইনস্টিটিউশনস্‌ বগুড়ার পরিচালক ফারহানা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষিত বেকারদের জন্য নতুন শ্রমবাজার হতে যাওয়া চীনের নিয়ম কানুন, থাকা-খাওয়া, কাজের পরিবেশ, বেতন সর্বোপরী সার্বিক বিষয় তুলে ধরা হয়।
সাইক গ্রুপ চেয়ারম্যান মহোদয় তার বক্তৃতায় নিরাপদ অভিবাসন আর স্বচ্ছভাবে বিদেশ যাবার বিষয়ে গুরুত্বরোপ করেন। একইভাবে যতোটা কম খরচে দেশের বাইরে শিক্ষিত ও দক্ষ জনশক্তির সম্মানজনক চাকরি নিশ্চিত করার বিষয়ে তার প্রচেষ্টার নানা দিক তুলে ধরেন।